বোরহানউদ্দিনে মহান স্বাধীনতা দিবস পালিত
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
বোরহানউদ্দিন প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস ভোলা বোরহানউদ্দিন উপজেলায় যথাযথ ভাবে পালিত হয়েছে। ২৬ মার্চ শুক্রবার সূর্য্যদয়ের সাথে সাথে স্ব-স্ব উদ্যোগে সকল সরকারি, আধা সরকারি স্বায়ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৬.১৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলা-২ আসনের সংসদ আলী আজম মুকুল এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ, পৌর সভা, উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ, থানা পুলিশ সহ সরকারি ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান।
সকাল ৮টায় উপজেলা মুক্তিযুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সকাল ৯টায় উপজেলা নির্বাহি অফিসারের হলরুমে শিশু-কিশোরদরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর উন্মুক্ত মঞ্চে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।