বরিশাল জেলার সংবাদ

সরকারি জমিতে থাকা ২০০ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার : রূপাতলী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় সরকারি জায়গা দখল করে কয়েক’শ দোকানপাট অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। শুক্রবার সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ শুরু হয়। প্রথম দিনে উচ্ছেদ করা হয় ২০০ স্থাপনা।

বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকা থেকে প্রায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান চালায় বরিশাল সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, রূপাতলী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় সরকারি জায়গা দখল করে কয়েক শ দোকানপাট অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। শুক্রবার সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ শুরু হয়। প্রথম দিনে উচ্ছেদ করা হয় ২০০ স্থাপনা।

সিটি করপোরেশনের শতাধিক কর্মী এতে অংশ নেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button