বিনোদন ও সংস্কৃতির সংবাদ

ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট নেই: শাবনূর

অনলাইন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর জানিয়েছেন, ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট নেই। একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলেছিলাম, সেটায় আমি। আমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছি। সেটাতেই এখন সক্রিয় রয়েছি।

বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাসরত শাবনূর গণমাধ্যমকে জানান, ‘আমি দেখলাম ফেসবুকে আমার একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। যেখানে পঞ্চাশ হাজারের মতো ফলোয়ার রয়েছে। আমি তাদের অনুরোধ করব তারা যেন কোনোভাবেই ভুয়া অ্যাকাউন্ট দ্বারা প্রভাবিত না হয়। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা চাইলে আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে আমি থাকি না।’

শাবনূরের ছোট বোন কাজী জেসিকা জেরিন ঝুমুর বলেন, ‘আপুর নামে ফেসবুকে অসংখ্য অ্যাকাউন্ট ও পেইজ রয়েছে। সেসব ভুয়া। শুনেছি আপুর (শাবনূর) শুভাকাঙ্ক্ষীরা সেই অ্যাকাউন্টকে শাবনূরের অ্যাকাউন্ট মনে করছেন। এতে বড় ধরনের সমস্যা হতে পারে, সবাই সতর্ক থাকতে হবে। শুনলাম একটি সক্রিয় অ্যাকাউন্ট ফেসবুকে শাবনূরের ছবি ও ভিডিও শেয়ার করছে। নিয়মিত পোস্ট দিচ্ছে।

বিভিন্নজনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কৌশলে নিজের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে। চাইলে আপুর সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। সেখানে তাদের প্রিয় শাবনূরকে পাওয়া যাবে।’

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button