বরিশাল জেলার সংবাদ

ভ্রাম্যমান আদালতে ১৫ জনের জরিমানা, মাস্ক বিতরন

স্টাফ রিপোর্টার : করোনা মাহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে বরিশালে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমান আদালত জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ১৫জন ব্যক্তিকে ৩ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন। এ সময় মাস্ক বিহীন জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করেন ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত গতকাল সকাল থেকে নগরীর হাসপাতাল রোড, নতুন বাজার, মরকখোলা পোল এবং নথুল্লাবাদ এলাকায় অভিযান চালায়।

এ সময় মাস্ক না পড়ার অপরাধে ভ্রাম্যমান আদালত ৯জনকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় জনসাধারনকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরন করা হয়।

অপরদিকে জেলা প্রশাসনের অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমানের ভ্রাম্যমান আদালত বুধবার নগরীর রূপাতলী, বাংলাবাজার ও সাগরদী এলাকায় অভিযান চালিয়ে মাস্ক বিহীন ৬জনকে ২ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন।

এ সময় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি জনসাধারনের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করেন ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button