প্রধান সংবাদ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে এনডিবিএ-এর মানববন্ধন

আহসান হাবিব নিলয় : সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় দৈনিকে কর্মরতদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন অব বরিশাল (এনডিবিএ)।

বরিশাল নগরীর সদর রোডে বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব করেন সমকালের বরিশাল ব্যুরো প্রধান ও সংগঠনের সভাপতি পুলক চ্যাটার্জি।

বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন, প্রথম আলোর বরিশাল ব্যুরো প্রধান জসিম উদ্দিন, টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বিধান সরকার, এনডিবিএ-এর কোষাধ্যক্ষ জিয়া শাহিন, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক এ.কে. আজাদ, গণসংহতি আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ মিলু।

বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা ও কারাগারে প্রেরণ সমাজের জন্য ভালো বার্তা বয়ে আনে না। তাই দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে রোজিনার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া রোজিনাকে শারীরিকভাবে হেনস্তাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button