বরিশাল বিভাগের সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
ভোলায় ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে কর্মশালা
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
এইচ আর সুমন, ভোলা : ভোলায় ক্ষুদে বিজ্ঞানী সংসদের আয়োজনে “ঘরে বসে বিজ্ঞান চর্চা” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালায় ৩০ ক্ষুদে বিজ্ঞানীর পাশপাশি অভিভাবকরা স্বাস্থ্য বিধি মেনে অংশ নেন।
কর্মশালায় সংগঠনের সভাপতি অমিতাভ অপু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, প্রধান আলোচক বাংলাবাজার ফাতেমা খানম কলেজ অধ্যক্ষ গণিতবিদ সুশান্ত কামার মন্ডল, প্রশিক্ষক রসায়নবিদ মোঃ আলমগীর হোসেন, সংগঠনের সহসভাপতি মাহাবুব মোর্শেদ বাবুল, প্রধান শিক্ষক নাহিদ মোর্শেদা, সাংবাদিক অচিন্ত্য মজুমদার, শিশু সংগঠক আদিল হোসেন তপু, কবি মোশারফ হোসেন, সাংবাদিক তৌয়বুর রহমান সহ পুরস্কার প্রাপ্ত ক্ষুদে বিজ্ঞানী সৌরভ গাঙ্গুলী বিভিন্ন ইস্যু ও প্রজেক্ট তৈরীতে বক্তব্য রাখেন।
করোনাকালীন সময়ে মোবাইল ফোন আসক্ত থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে ঘরে বসে বিজ্ঞান মনোস্ক করে গড়ে তুলতে আজকের এই কর্মশালা সার্থক বলে উল্লেখ করেন বক্তারা।