বরিশালে ১২ ফার্মেসিকে লক্ষাধিক টাকা জরিমানা
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশালে মেয়াদোত্তীর্ন ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট না থাকায় ১২টি ফার্মেসি থেকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ ও মো. আলী সুজার নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কাশীপুর, নথুল্লাবাদ ও বটতলা বাজার এলাকায় এই পৃথক অভিযান পরিচালিত হয়।
মো. আলী সুজার ভ্রাম্যমাণ আদালত নগরীর বটতলা ও নথুল্লাবাদ এলাকায় ৮টি ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় মেয়াদোত্তীর্ন ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট না থাকায় ৮টি ফার্মেসি থেকে ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে নগরীর কাশীপুর এলাকায় একই অপরাধে ৪টি ফার্মেসি থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করে রোমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত। দু’টি ভ্রাম্যমাণ আদালত ১২টি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ন ও অননুমোদিত ওষুধ জব্দ করে ধ্বংস করে বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।