খেলাধুলার সংবাদ

ভোলায় প্রতিভাবান খেলোয়াড় বাছাই শুরু 

এইচ আর সুমন, ভোলা : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ভোলায় শুরু হয়েছে বয়স ভিত্তিক প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম। আজ সোমবার সকালে ভোলা গজনবী স্টেডিয়াম মাঠে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন,ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন,অতিরিক্ত সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী, নির্বাহী সদস্য গিয়াসউদ্দিন ফারুক কাজী বাবু, জিয়া উদ্দিন রুবেল,কোচ আফজাল হোসেন বেপারী ও মো: জামাল হোসেনসহ ক্রীড়া সংস্থার কর্মকতার্বৃন্দ।
ভোলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় প্রতিভাবান খেলোয়াড় বাছাই পর্বে ভোলা জেলা বিভিন্ন উপজেলার শতাধিক ফুটবল খেলোয়ার অংশ নেয়। প্রথম পর্বে যারা উত্তীর্ণ হবে তারা দ্বিতীয় ও তৃতীয় বাছাই পর্বে উত্তীর্ণ হলে ৩ বছর মেয়াদী ঢাকায় প্রশিক্ষন ক্যাম্পে অংশ নিতে পারবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button