জাতীয় সংবাদ
দু’দিনের বিরতির পর আবারও শৈত্যপ্রবাহ

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় ঢাকায় বাতাসের গতিবেগ থাকতে পারে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার।
বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আর বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা কিছুটা পরিবর্তনের আভাসও রয়েছে।