Deprecated: Optional parameter $query_type declared before required parameter $number is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 849

Deprecated: Optional parameter $order declared before required parameter $number is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 849

Deprecated: Optional parameter $custom_content declared before required parameter $content is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 984

Deprecated: Optional parameter $paragraph_number declared before required parameter $content is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 984

Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-mega-menu.php on line 451

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-mega-menu.php on line 451

Deprecated: Optional parameter $sub_title declared before required parameter $the_post is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/plugins/class-tielabs-fbinstant-articles.php on line 95
৩ বছরেও শেষ হয়নি কুয়াকাটা পৌর ভবন নির্মাণ কাজ – বরিশাল দর্পণ
বরিশাল বিভাগের সংবাদ

৩ বছরেও শেষ হয়নি কুয়াকাটা পৌর ভবন নির্মাণ কাজ


Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া : পর্যটন নগরী কুয়াকাটায় পৌরভবন নির্মাণ কাজ তিন বছরেও শেষ হয়নি। কাজের ধীরগতির কারনে জরাজীর্ন অস্থায়ী একটি ভবন ভাড়ায় নিয়ে কোন রকম চলছে পৌরসভার কার্যক্রম। ভোগান্তিতে পরেছে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

২৮ এপ্রিল ২০১৬ ইং সালে পৌরভবন নির্মাণে দরপত্র আহ্বান করা হয়। ২০১৭ সালের ১২ই সেপ্টেম্বর কার্যাদেশ দেয়া হয়। কার্যাদেশ দেয়ার ৫৫০ দিনের মধ্যে (২০১৯ সালের ১৪ মার্চ) তিন তলা পৌরভবনের কাজ শেষ হওয়ার কথা ছিল।

ভবনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ২৪৬ টাকা ৭৯ পয়সা। সম্পুর্ণ জিওবির অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর পৌরসভার তত্ত্বাবধানে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। এ নির্মাণ কাজের দায়িত্ব দেয়া ঠিকাদারী প্রতিষ্ঠান কে কে এন্টারপ্রাইজকে। কিন্তু ২০১৯ সালের ১৪ মার্চ ভবনটির নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও অদ্যবদি শেষ হয়নি এ কাজ।

২০২০ সাল পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। তাও পার হয়ে গেছে। অথচ এখন পর্যন্ত এ ভরনটির নির্মান শেষ হয়নি। দীর্ঘদিন বন্ধ থাকার পরে ভবনটির অসমাপ্ত কাজ ধীরগতিতে আবার শুরু করেছে। কাজের বর্তমানে অগ্রগতি ৮০ ভাগের মতো বলে জানান পৌর কর্তৃপক্ষ। আগামি দুই মাসের মধ্যে কাজটি সমাপ্ত হওয়ার কথা জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান কে কে এন্টার প্রাইজ।

কুয়াকাটা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজেদুল আলম জানান, প্রতিদিনই ঠিকাদারকে তাগাদা দেয়া হচ্ছে। যথা সময়ে তিনতলা এ পৌরভবনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় স্বাভাবিক কাজকর্ম ব্যহত হবার পাশাপাশি অফিস পরিচালনার জন্য মোটা অংকের টাকা বাড়িভাড়া দিতে হচ্ছে। এতে পৌরসভা আর্থিক সংকটে পরছে।

কুয়াকাটা পৌরসভা সুত্রে জানা গেছে, কুয়াকাটা পৌরসভার যাত্রা শুরু হয় ১৫ই ডিসেম্বর ২০১০সালে। ৯টি ওর্য়াড নিয়ে গঠিত এই পৌরসভার আয়তন ৮.৫ বর্গ কিলোমিটার। এ পৌর এলাকায় গ্রাম রয়েছে ২৫টি। বর্তমান জনসংখ্যা ২০ হাজার।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, নতুন ভবনের কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। পুনরায় গত এক সপ্তাহ আগে শুরু হয়েছে। কাজ ঠিকমত করলে আগামী দুই মাসের মধ্যে শেষ হবার সম্ভাবনা রয়েছে। বর্তমানে যে ভবনে পৌরসভার কাজ কর্ম চলছে ওই ভবনের দরজা-জানলা ভাংগা। পৌর সভার দাপ্তরিক কাজকর্মে ব্যাহত হচ্ছে।

 


Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button