এখনও জমেনি পশুর হাট
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশালে কোরবানীর পশুর হাটে অন্যরকম চিত্র। দূরদূরান্ত থেকে বেপারী ও খামারীরা গরু নিয়ে কোরবানীর পশুর হাটে এলেও ক্রেতা নেই। হাটে পশুর প্রচুর সরবরাহ থাকলেও ক্রেতা না থাকায় হতাশা নিয়ে লাভ-লোকসানের হিসেব কষছেন তারা।
করোনাকালে অনেক মানুষ কোরবানী দেবেনা এমন ধারনায় ক্রেতারা এবার পশুর দাম কমার আশায় থাকলেও বিক্রেতারা দাম ছাড়ছেন না। কোরবানীর আর মাত্র ৪ দিন বাকি থাকলেও এখন পর্যন্ত বাজার যাচাই করছেন ক্রেতারা। তবে পশুর হাটে পুরোপুরি উপেক্ষিত স্বাস্থ্যবিধি।
সামাজিক দূরত্ব রক্ষায় জেলায় এবার কোরবানীর পশুর হাটের সংখ্যা বাড়ানোর কথা বলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এদিকে কোরবানীর পশুরহাটে শুধু প্রশাসনিক তৎপরতায় স্বাস্থ্যবিধি রক্ষা হবে না এবং এ জন্য মানুষের সচেতন হওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।
এবার বরিশাল নগরীর বাঘিয়ায় স্থায়ী একটি এবং কাউনিয়া টেক্সটাইল ও রূপাতলী দপদপিয়া সেতু এলাকায় অস্থায়ী দুটি কোরবানীর পশুরহাট স্থাপনের অনুমতি দিয়েছে সিটি করপোরেশন।
এদিকে জেলার ১০ উপজেলায় এবার কোরবানীর পশুর অস্থায়ী হাট বসেছে ৫৮টি এবং স্থায়ী হাট ২০টি। হাটগুলোতে দূরদূরান্ত থেকে বেপারী ও খামারীরা প্রচুর সংখ্যক গরু নিয়ে আসলেও ক্রেতা নেই। হাটে শুধু হা হুতোস করছেন তারা। এবার অর্ধেক মানুষ কোরবানী দেবে না তাই গরুও আশানুরুপ বিক্রি হবে না ধরে নিয়েছেন বেপারীরা। তবে দাম না ছাড়ায় ক্রেতারা কোরবানীর মাত্র ৪ দিন আগেও এই হাট থেকে ওই হাটে শুধুই দাম যাচাই করছেন। হাটগুলোতে স্বাস্থ্য বিধির কোন ধরনের বালাই নেই। এ নিয়ে কোন পদক্ষেপও নেই প্রশাসনের।
তবে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি রক্ষায় জেলায় এবার হাটের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানান বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। জাল টাকা সনাক্ত এবং ক্রেতা-বিক্রেতাদের স্বাচ্ছন্দের জন্য প্রতিটি পশুর হাটে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক।