বরিশালে বিশ্ব পুরুষ দিবস পালিত
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : “পুরুষ নির্যাতন দমন আইন চাই, পুরুষ বিষয়ক মন্ত্রণালয় চাই” শ্লোগান নিয়ে বরিশালে বিশ্ব পুরুষ নির্যাতন দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব সৈয়দ আহসান হাবিব ওরফে নিলয় ওরফে হৃদয়, এ্যাডভোকেট শাহজাদা পলাশ, যুগ্ম আহবায়ক আলামিন, মিজানুর রহমান প্রমুখ। এসময় সদ্য স্ত্রী কর্তৃক যৌতুক ও নারী নির্যাতন মামলায় জামিনপ্রাপ্ত নৌবাহিনীর (অবসরপ্রাপ্ত) পেটি অফিসার এমএ কাসেম নামের এক ব্যাক্তি মানববন্ধন ও সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নারী নির্যাতন ও যৌতুক মামলা মিথ্যা প্রমানিত হলে মামলার বাদীকে একটি জীবন নষ্ট করার দায়ে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। নারী নির্যাতন যৌতুক মামলা বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার ব্যবস্থা শেষ করতে হবে। এছাড়া মামলার সুষ্ট তদন্ত ছাড়া আসামিকে গ্রেফতার না করাসহ ২১ দফা দাবি তুলে ধরা হয়েছে। ###