বরিশাল বিভাগের সংবাদ

বরগুনার ২ ওসি প্রত্যাহারের অনুরোধ নির্বাচন কমিশনের

সঞ্জীব দাস, বরগুনা : বরগুনার বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বশির আলম এবং একই থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ হাবিবুর রহমানকে থানা থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। একই সাথে ভোলা জেলার পুলিশ লাইন্সে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক সাঈদ আহমেদকে ভোলার মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়নের জন্যও অনুরোধ জানানো হয়।
বৃহস্পতিবার (১৭ জুন) নির্বাচন কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মোঃ মিজানুর রহমান লিখিত ভাবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশ হেডকোয়ার্টার্সকে এ অনুরোধ জানিয়েছেন।
প্রশাসনিক কারনে পুলিশের এই তিনজন পরিদর্শককে তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার ও পদায়নের জন্য উপসচিব মোঃ মিজানুর রহমানের স্বাক্ষরিত ওই বার্তায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশ হেডকোয়ার্টার্সকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button