বরিশাল বিভাগের সংবাদ

পিরোজপুরে শেখ হাসিনা সেনানিবাসের জিওসি

নাজমুল হাসান,পিরোজপুর : চলমান কঠোর লকডাউনের ৩য় দিন ও করোনা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর নিতে শনিবার শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মাদ জিয়াউর রহমান পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সঙ্গে সংক্ষিপ্ত সফরে এসে খোঁজ খবর নেন ও কথা বলেন।

এসময় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সেনা বাহিনীর কর্মকর্তা ও সিভিল সার্জন ডা: হাসানাত ইউসুফ জাকী এসময় উপস্তিত ছিলেন।

এদিকে, লকডাউনের ৩য় দিনেও জেলা ও উপজেলার সর্বত্র ছিল কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা। শহরের প্রধান প্রধান সড়কগুলো ছিল জনশুন্য। তবে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হননি।

অহেতুক যারা ঘর থেকে বের হয়েছেন তাদেরকে পড়তে হয়েছে জবাবদিহীতার মুখে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কয়েকটি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button