বরগুনার মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
সঞ্জীব দাস, বরগুনা : বরগুনার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কে মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
২০ জুলাই সন্ধ্যা ৬ টায় ঢাকা কুর্মিটোলা হাসপাতাল আইসিইউতে শ্বাসকষ্টজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বেতাগী উপজেলার কালিকাবাড়ী গ্রামে নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মুত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ১৯৭১ সালের ৩ নভেম্বর বরগুনা কে হানাদারমুক্ত করার নেতৃত্ব দিয়েছিলেন।
ভোরের আজানকে সংকেত হিসাবে গ্রহণ করে বরগুনা শহরের চারদিক থেকে একযোগে তার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা রাজাকারদের উপর অতর্কিতে আক্রমণ করে এবং রাজাকারদের আত্মসমর্পণ করাতে বাধ্য করেন।
মরহুমের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য জেলা প্রশাসন পুলিশ বিভাগ মুক্তিযোদ্ধা সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। মঙ্গলবার বেলা ২ টা ৩০ মিনিটে তাকে গান স্যালুট এর মাধ্যমে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।