প্রধান সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
করোনা টিকার ২য় ডোজ এসেছে বরিশালে
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
নিজস্ব প্রতিবেদক : বিশেষ হিমায়িত গাড়িযোগে বরিশালে ২য় বারের মতো ৫১ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসেছে। বুধবার সকাল ১০টায় এই ভ্যাকসিন জেলা সিভিল সার্জন অফিসের ভ্যাকসিন সংরক্ষণাগারে রাখা হয়েছে।
এ সময় সংলিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ৫টি প্যাকেটে ৫১ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে।
এপ্রিল মাসের আট তারিখ থেকে ২য় ডোজের টিকা দেয়া হবে। এর পাশাপাশি প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকেও এ টিকা দেয়া হবে।
তিনি আরো জানান, বরিশাল জেলায় ৭৬ হাজার ৪৫৪ জন করোনার প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন।