বরিশালে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৪৮, মৃত্যু ৭
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
অনিকেত মাসুদ : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭১৪ জনের নমুনা পরীক্ষা ২৪৮ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এতে শনাক্তের হার পৌঁছেছে ৩৪ দশমিক ৭৩ শতাংশে। ফলে বিভাগে মোট করোনায় সংক্রমিতের সংখ্যা হলো ১৮ হাজার ১৩৪ জন।
একই সময়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬ জন এবং বরিশাল জেলায় একজন করেনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩১২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
তিনি আরো জানান, বরিশাল জেলায় নতুন করে ১১১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। এ জেলায় মোট আক্রান্ত হয়েছেন সাত হাজার ৯৮৯ জন। পটুয়াখালী জেলায় নতুন ১৮ জন নিয়ে মোট দুই হাজার ৫০৩ জন। ভোলা জেলায় নতুন আটজনসহ মোট দুই হাজার ৬৮ জন, পিরোজপুর জেলায় নতুন ৫৬ জন নিয়ে মোট দুই হাজার ৩৩১ জন। বরগুনা জেলায় নতুন ২৩ জন নিয়ে মোট আক্রান্ত এক হাজার ৪৬৫ জন এবং ঝালকাঠি জেলায় ৩২ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৭৮ জনে। মোট আক্রান্ত ১৮ হাজার ১৩৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৫ জন।
শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জন ও করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। ফলে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২০৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৩৯ জনের মৃত্যু হলো। উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ৫৩৯ জনের মধ্যে ৪৩ জনের করোনা পরিক্ষার ফলাফল এখনো হাতে পাওয়া যায়নি।
বরিশাল শেবাচিম হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানিয়েছেন, শুক্রবার সকালের আগের ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩১ জন ও করোনা ওয়ার্ডে ১১ জন ভর্তি হয়েছেন। যা নিয়ে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৬৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৩৩ জনের করোনা পজেটিভ এবং ১৩২ জন আইসোলেশনে রয়েছে।
এছাড়া একই সময়ে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে মোট ১৯৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৩.৩৬ শতাংশ ব্যক্তির দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।