বরিশাল বিভাগের সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
ভোলায় পঞ্চম দিনে ৮০৬ জনের জরিমানা, ১৭ জনের জেল
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
এইচ আর সুমন, ভোলা : ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় এ পর্যন্ত ৭৭৭টি মামলায় ৮০৬ জনকে ৭ লক্ষ ৮০ হাজার ৫৫০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন সোমবার সকাল থেকে শহরের গুরুপ্তপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে। পাঁচ দিনে ধরে গণপরিবহন বন্ধ রয়েছে। নেই জানজট, ভিড় কিংবা জনসমাগম না থাকায় রাস্তা ফাঁকা ছিল।
এদিকে স্বাস্থ্য বিধি না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখা ও লকডাউনের শর্ত ভঙ্গ করায় সোমবার ৬৭ জনকে ৭৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ১ জনকে তিন দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৯টি মোবাইল কোর্টের মাধ্যমে রবিবার ৬২টি মামলায় ৬৭ জনকে ৭৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ১ জনকে ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
ভোলায় গত ৫ দিনে ৮৬টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭৭৭টি মামলায় ৮০৬ জনকে ৭ লক্ষ ৮০ হাজার ৫৫০টাকা জরিমানা এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।