ভোলায় বৃক্ষরোপন কর্মসূচী পালিত
ভোলায় বৃক্ষরোপন কর্মসূচী পালিত
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
এইচ. আর. সুমন, ভোলা : বাড়ছে মানুষ, বাড়ছে কার্বন-ডাই-অক্সাইড, ধ্বংস করা হচ্ছে বন, কাটা হচ্ছে গাছ, অনিশ্চিত হয়ে পড়ছে নতুন প্রজন্মের ভবিষ্যৎ।
এমনই এক পরিস্থিতি যখন ভাবিয়ে তুলছে বিবেকবানদের, ঠিক তখনই,“গাছ লাগিয়ে ভরব এ দেশ, তৈরী কর সুখের পরিবেশ”এই স্লোগানকে সামনে রেখে ভোলার সুপরিচিত সামাজিক সংগঠন ‘ভোলা মানব কল্যাণ যুব সংঘ’ আলীনগর শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।বৃক্ষরোপন কর্মসূচিতে দেশীয় প্রজাতির বিভিন্ন রকমের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা সহ বিভিন্ন বৃক্ষের চারা রোপন করা হয়।
সোমার (২০ জুলাই) সকাল ১০ টায় ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে অবস্থিত বীর শ্রেষ্ঠ মোস্তাফা কামাল মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে দেশীয় বৃক্ষের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় ভোলা মানব কল্যাণ যুব সংঘের আলীনগর শাখার আহ্বায়ক মোঃ ফকরুল বকসি জানান,প্রাণীকূল বেঁচে থাকার জন্য বৃক্ষ খুবই গুরুত্বপূর্ণ। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। বন্যা, খরা, ঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, ওজনস্তর ক্ষয়, ভূমিক্ষয়, জলবায়ু পরিবর্তন, শব্দদূষণ, মাটিদূষণ, পানিদূষণ, বায়ুদূষণ প্রতিরোধ করে। এক কথায় প্রকৃতির অমূল্য ও প্রধান সম্পদ হচ্ছে বৃক্ষ। পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে, উঁচু-নিচু পতিত জমি, রাস্তার পাশে, নদীর পাড়ে গাছ লাগানো অতীব গুরুত্বপূর্ণ।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন,ভোলা মানব কল্যাণ যুব সংঘের আলীনগর সদস্য সচিব জাকির হোসেন সুমন,যুগ্ম আহ্বায়ক-১ মোহাম্মাদ আল মানুন, যুগ্ম আহ্বায়ক-২ কাজী মোহাম্মাদ জাফর, যুগ্ম সদস্য সচিব ডাঃ মোঃ জাবেদ, সদস্য হাফেজ মোঃ ফয়সাল,মোঃ লিটন সরকার, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ শিপন, মোঃ সজীব, মোঃ ফয়জুল্লাহ্, মোঃ আমিন শরীফ, মোঃ রাসেল শিকদার প্রমুখ।