বরিশাল জেলার সংবাদ

বরিশালে শুরু হচ্ছে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষা

স্টাফ রিপোর্টার : বরিশাল শিঘ্রই শুরু হচ্ছে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা। এ লক্ষ্যে আগামী সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কর্মীদের অ্যান্টিজেন পরীক্ষার প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

অ্যান্টিজেন পরীক্ষার জন্য ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরিশাল জেলার জন্য ৪ হাজার ৫শ’ কিট পাঠানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, অ্যান্টিজেন পদ্ধতিতে কম সময়ে করোনা পরীক্ষা করা সম্ভব। এর আগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবের মাধ্যমে পরীক্ষাগারে নমূনা দিয়ে এক দিন পর করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যেত।

তবে অ্যান্টিজেন দিয়ে পরীক্ষার মাধ্যমে ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে করোনা পরীক্ষার ফল জানা যাবে। এখন বরিশাল মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি অ্যান্টিজেন পদ্ধতিতে পরীক্ষা শুরু হলে করোনা উপসর্গ থাকা আরো বেশী ব্যক্তিদের নমূনা পরীক্ষা সম্ভব হবে। বিশেষ করে বিদেশগামী যাত্রীরা উপকৃত হবেন। তারা দ্রুত ও সহজে করোনা পরীক্ষার রিপোর্ট পাবেন।

এ লক্ষ্যে আগামী সপ্তাহে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যান্টিজেনভিত্তিক কর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার নমূনা পরীক্ষা করা সম্ভব হবে বলে তিনি জানান।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় নতুন করে ৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৯৬৩ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৮১৩ জন সুস্থ্য হয়েছেন। করোনায় মৃত্যু হয়েছে ৮৯ জনের।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব প্রধান ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আকবর কবির জানান, অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার নমূনা পরীক্ষা শুরু হলে আরটি-পিসিআর ল্যাবের ওপর কিছুটা চাপ কমবে। পাশাপাশি নমূনা পরীক্ষার সংখ্যাও বাড়বে। অ্যান্টিজেন পদ্ধতিতে বিদেশগামী যাত্রীরাও দ্রুত ও সহজে রিপোর্ট পাবেন বলে আশা করেন ডা. আকবর কবির।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button