প্রধান সংবাদ

বরিশাল-ঝালকাঠিসহ ৮ রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার : টার্মিনালে রাখা বাসের তেল ও যন্ত্রাংশ চুরি এবং শ্রমিকদের মারধর করার প্রতিবাদে বরিশাল-ঝালকাঠিসহ ৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল ১১ টা থেকে এ ধর্মঘট শুরু হয় বলে জানিয়েছেন ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী।

ঝালকাঠি মালিক সমিতির সূত্র জানান, সোমবার রাতে বিভিন্ন স্থান থেকে যাওয়া ঝালকাঠি মালিক সমিতির ৪৫টি বাস বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে রাখা হয়। ঐ দিন রাত সাড়ে ১২টার দিকে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে ঝালকাঠি মালিক সমিতির বাসগুলোর চাকা ছিদ্র করে দিয়ে তার ব্যাটারি, তেলসহ যন্ত্রাংশ নিয়ে যায় থ্রি হুইলার শ্রমিকরা।

এ ঘটনায় কয়েকজন বাস শ্রমিকরা বাধা দিলে তাদের মারধর করে মোবাইল ও টাকা পয়সা নিয়ে যায় আলফা শ্রমিকরা। এছাড়াও এসব রুটের টিকিট কাউন্টারগুলো উঠিয়ে নিয়ে যায় তারা।

এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবীতে বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডেকেছেন। বিষয়টি সুরাহা ও টার্মিনালে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী দাবী করেন।

অনির্দিষ্টকালের জন্য বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে এ ধর্মঘট ডেকেছে। এর ফলে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির সাথে বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে আকস্মিক ধর্মঘটের ফলে ঝালকাঠি থেকে বিভিন্ন স্থানে যাওয়া অসংখ্য যাত্রীরা বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে বিকল্প ভাবে তারা যাতায়েত করছেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button