বরিশালে করোনায় আরো ৪ জনের মৃত্যু
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশাল বিভাগে বিগত ২৪ ঘন্টায় নতুন করে ৫০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ১০৭ জন।
এই সময়ে ৪ জনের মৃত্যু হয়েছে। দু’জন করোনায় আক্রান্ত হয়ে, বাকি দু’জন উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯২ জন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৬ হাজার ১০৭ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৯১ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ১৩ জন নিয়ে মোট ৭ হাজার ২৩১ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪ জন নিয়ে মোট ২৩৫৪ জন, ভোলা জেলায় নতুন কেউ শনাক্ত হননি। ফলে আজ পর্যন্ত মোট শনাক্ত ১৯৮৪ জন, পিরোজপুর জেলায় নতুন ১৭ জন নিয়ে মোট ১৮০৭ জন, বরগুনা জেলায় নতুন ৩ জন নিয়ে মোট শনাক্ত ১৩১৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৩ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাড়িয়েছে ১৪১৫ জন।
এছাড়া বিগত ২৪ ঘন্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বাকেরগঞ্জ উপজেলার ৫০ বছর বয়সী ওবায়েদুল্লাহ এবং উজিরপুর উপজেলার ৬০ বছর বয়সী আব্দুস সালাম মৃত্যুবরণ করেন।
শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, বিগত ২৪ ঘন্টায় শেবাচিমের করোনা ইউনিটে মোট ৯ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি দুইজন মৃত্যুবরণ করেন। করোনা ওয়ার্ডে এখন ৬০ জন রোগী চিকিৎসাধীন আছেন।
যাদের মধ্যে ১৫ জনের করোনা পজেটিভ এবং ৪৫ জন আইসোলেশনে রয়েছে। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরীক্ষা করান। যারমধ্যে ১২ দশমিক ২৫ শতাংশ পজেটিভ শনাক্তের হার।