বরিশাল জেলার সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
বরিশালে পৌছেছে ৪০ হাজার করোনা টিকা
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : এক মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে করোনার টিকা প্রদান কার্যক্রম। এ লক্ষে বুধবার সকালে বরিশালে এসে পৌছেছে ৪০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন।
বুধবার সকালে ভ্যাকসিন বাহী গাড়ি বরিশাল পৌছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ভ্যাকসিনবাহী গাড়ি ঢাকা থেকে রওয়ানা করে। ভোর রাতেই বরিশাল পৌছেছে। আমরা ভ্যাকসিন রিসিভ করেছি।
তিনি আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এই ভ্যাকসিন প্রথম ডোজ হিসাবে ব্যবহার করা হবে। রেজিষ্ট্রার ব্যক্তিদের সিরিয়াল অনুযায়ী মোবাইলে এসএমএস পাঠানো হবে।
আশা করছি ১৯ জুন থেকে কার্যক্রম শুরু করা যাবে। এর আগে প্রায় এক মাস ধরে বন্ধ আছে বরিশালে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। করোনার ভ্যাকসিন শেষ হওয়ার কারণে এই কার্যক্রম বন্ধ হয়ে যায়।