বরিশাল বিভাগের সংবাদ
নলছিটিতে ভোক্তা অধিকার দিবস পালন

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৫ মার্চ সোমবার) সকাল ১০ টায় উপজেলা চেয়ারম্যান এর সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ,এম আখতারুজ্জামান বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কুমার খরাতী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদ আলম জোমাদ্দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নাইমুন্নাহার সহ উপজেলা অফিসারসহ অন্যান্য ভোক্তা সাধারণ উপস্থিত ছিলেন।