বরিশাল জেলার সংবাদ
আজও সংস্কার হয়নি বামরাইল ব্রীজটি

মো: নাসিরুল ইসলাম লিটু : বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ডের মোবাইল টাওয়ার সংলগ্ন ব্রীজটি দির্ঘদিন যাবৎ ভাঙ্গা, বর্তমানে ব্রীজটি দিয়ে যাতায়াত করা কোনো মতেই সম্ভব নয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বহুবার জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়ে কোন সুফল পাওয়া যায়নি।এলাকার জনসাধারণ সংবাদকর্মীদের জানান ব্রীজটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন।
এছাড়াও ব্রীজটির পশ্চিম পারে অবস্তিত রাইস-মিল ও একটি নুরানীও হাফেজী মাদ্রাসা রয়েছে এখন ব্রীজটি সংঙ্কার করা না হলে ছাত্র/ছাত্রীও
জনগণের চলাচলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভবনা রয়েছে। এলাকার জনপ্রতিনিধি সহএবং সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রুবিনা
আক্তার মিরার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।