বরিশাল বিভাগের সংবাদ

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় ১ মে শনিবার রাত ৩ টায় দিকে মটর সাইকেল দুর্ঘটনায় মো.সিয়াম হোসেন আপন (১৪) নামে নবম শ্রনীর এক ছাত্র’র মৃত্যু হয়েছে।

তার এক আত্মীয়র বাড়ি থেকে সিহরি খাওয়ার জন্য বাসার দিকে আসছিল। সরকারি মোজারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সামনে এসে হঠাৎ করে মাটর সাইকেল উল্টে এ দূর্ঘটনার শিকার হয় ।

সিয়াম হোসেন আপন খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র ।

তাকে ওই রাতে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরে অবস্থা উন্নতি না হওয়ায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় ।

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অনুপ কুমার সরকার জানান, তার মাথায় আঘাতের কারনে রক্তক্ষরন হয়েছে । এছাড়া বাম হাতের হাড় ভেঙ্গে যায়।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button