রাজনীতির সংবাদ

গ্রাম থেকে শহরে ত্রান পৌঁছে দিচ্ছেন এমপি শাহে আলম

মো. সুজন মোল্লা,বানারীপাড়া : বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়ন, পৌরসভার বন্দর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের এবং থ্রী-হুইলার সংগঠনের শ্রমিকদের ও বিভিন্নভাবে বৈশ্বিক কোভিড-১৯ এ কর্মহীন হয়ে পড়া পরিবার সর্বপরি দরিদ্র জনগোষ্ঠির মাঝে আজ শুক্রবার ত্রাণ সামগ্রী বিতরণ করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, তিনি তার বক্তৃতার মাধ্যমে পুরো বরিশাল জেলার করোনা পরিস্থিতি তুলে ধরে দিক নির্দেশনা মূলক কথা বলেন। যা এই করোনা যুদ্ধে চলার পথের পাথেয় হয়ে থাকবে। এ ছাড়াও কথা বলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, ভাইস চেয়ারম্যান যুব আইকন নুরুল হুদা, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর বৃন্দ, আওয়ামী লীগ নেতা ব্যাংকার মো. দুলাল হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক যোবায়ের আহম্মেদ রুথেন, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী, পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো, সজল চৌধুরী প্রমূখ।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button