রাজনীতির সংবাদ

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক : বরিশালে শাহাজাদা মোল্লা (৩০) নামে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুত্বর আহত অবস্থায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের কলেজ এ্যাভিনিউ এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়।

হাসপাতালে তার সাথে থাকা বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, আহত শাহজাদা মোল্লা মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি পদ প্রত্যাশি। সে তার নিজ বাসার পাশের একটি চায়ের দোকানে চা খাচ্ছিল।

এসময় প্রতিপক্ষগ্রুপ তার ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। এতে তার দুই হাতই মারাত্মক জখমপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button