পটুয়াখালীতে সেনাবাহিনীর খাদ্য সহায়তা প্রদান
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
পটুয়াখালী প্রতিনিধিঃ সরকার ঘোষিত কঠোর লকডাউনে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের সেনাবাহিনী নিজস্ব তহবিল থেকে দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা।
৬ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালীর সদর উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকায় ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা প্রদান করেন অধিনায়ক ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লেফ-টেন্যান্ট কর্ণেল খন্দকার মুনীর হোসেন।
এসময় উপস্থিত ছিলন ক্যাপ্টন জাহিদ মাহমুদ জীবনসহ শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা, এবং প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহম্মেদসহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পটুয়াখালী জেলায় জিওসি, ৭পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল কর্তৃক খাদ্য সহায়তা পরিকল্পনা গ্রহন করা হয়েছে। উক্ত পরিকল্পনা মোতাবেক ৭ আর্টিলারি ব্রিগেড ত্বতাবাধয়নে ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি আয়োজনে সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
অধিনায়ক ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লেফ-টেন্যান্ট কর্ণেল খন্দকার মুনীর হোসেন বলেন, পটুয়াখালী জেলায় ৭টি উপজেলায় ৫টি গ্রুফে শেখ হাসিনা সেনানিবাসের সেনাবাহিনী নিজস্ব তহবিল থেকে প্রায় ৬শত পরিবারের মাঝে চাল, ডাল, চিনি,আটা, তেল,লবণ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী জীবনবাজী রেখে সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের যে কোন সংকটময় মূহুর্তে বাংলাদেশ সেনা বাহিনী জনগনের পাশে ছিল,আছে এবং থাকবে।